এইচটি বাংলা ডেস্ক : শনিবার ,০৭ ডিসেম্বর ২০২৪ বে ওয়াচ, কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির ০৩/২০২৪ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সভায় গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিওএ এর কার্যনিবাহী কমিটির ০২/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়াও, ২০২৪-২০২৫ অর্থবছরের খসড়া বাজেটের অনুমোদন করা হয়। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের জন্য সম্ভাব্য নকশা উপস্থাপন করা হয়।