শিরোনাম
চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

বায়েজিদ বোস্তামীতে কিশোর গ্যাংয়ের হামলায় আওয়ামী লীগ নেতাসহ ২জন আহত

রিপোটারের নাম / ৪৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

 

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ২ নং জালালাবাদ ওর্য়াড আওয়ামী লীগের আগামী ৬ই জুন সম্মোলনকে কেন্দ্র করে জসিম উদ্দিন পাঠোয়ারী ও মো. কাজী লিটন নামক দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।
বুধবার ( ২৪ মে) সন্ধ্যা ৬ঘটিকায় বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাংলাবাজার গুলশান আবাসিকে ওঠার মুখে ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে স্থানীয়রা।আহত জসিম উদ্দিন পাঠোয়ারী ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ‘গ’ ইউনিটের দপ্তর সম্পাদক ও মো. লিটন জালালাবাদ ব্যাংক পাহাড় এলাকার বাসিন্দা।
দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, দুজনকে কুপানোর ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়ার পর জানা যায়, গত সোমবার বায়েজিদ থানাধীন ২ নং জালালাবাদ ওর্য়াড আওয়ামী লীগের সম্মোলনের জন্য বায়েজিদ ক্যাফেতে সি ইউনিটের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সেখানে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সি ইউনিটের দপ্তর সম্পাদক জসিম উদ্দিনকে কাউন্সিলর না করায় সভায় কথা কাটাকাটি হয়। আজ বুধবার চন্দ্রনগর এলাকায় সম্মোলনের বিষয়ে অপর একটি সভায় অংশগ্রহণ শেষে মোটর সাইকেল যোগে জসীম উদ্দীন পাটোয়ারী ও কাজী লিটন বাংলাবাজার গুলশান আবাসিকের সামনে পৌঁছালে বিরোধী পক্ষের কিশোর গ্যাং লিডার আল-আমিন ও আবু তাহের পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেলে থাকা অবস্থায় জসীম এবং লিটনের উপর হামলা চালায়। তাদের দায়ের কোপে জসিম ও লিটন গুরুতর জখম হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আহত জসিমের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে বাংলাবাজার এলাকার গুলশানের মুখে ব্রিজের ওপর তাল কাটার দা দিয়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিতভাবে কুপিয়েছে আল আমিন ও তাহেরসহ বেশ কয়েকজন। তখন আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য দ্রুত নিয়ে আসি। বর্তমানে সে মেডিকেলের ৭৯ নং ওয়ার্ডের ৫৪ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ