আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী): মনোহরদী পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়। সকাল ৮টায় মনোহরদী পৌর ঈদগাহ মাঠে মুসল্লিরা পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ আদায় করেন।
মনোহরদী পৌর ঈদগাহে নামাজের ইমামতি করেন আফতাবনগর মাদরাসার শায়খুল হাদীস মুফতি মোহাম্মদ আলী।
এসময় নামাজ আদায় করেন নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এম. এ. মুহাইমিন আল জিহান, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার (দোলন), উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো: আসাদুজ্জামান নূরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এছাড়াও মনোহরদী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মুসল্লীরা নামাজ আদায় করেন। নামাজ ও মোনাজাত শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা।