আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী): আজ (২৬ মার্চ) বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো: আসাদুজ্জামান নূর ও মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি মো: মোসাদ্দেকুর রহমান খান।