শিরোনাম
চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম / ২৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: গাজীপুরে নির্মমভাবে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নিশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার মনোহরদী বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন খানসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা শুধু একজন সাংবাদিকের উপর নয়—পুরো সাংবাদিক সমাজের উপর নৃশংস আঘাত।

 

মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর বলেন, আমরা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই।

 

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন খান বলেন, এটি কোনো সাধারণ অপরাধ নয়—এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে জীবন দিতে হয়েছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। সরকারের কাছে জোর দাবি জানাই—দ্রুত বিচার আইন ট্রাইব্যুনালে এ মামলাটি পাঠানো হোক।

 

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা যারা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ