শিরোনাম
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসায় নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! 

রিপোটারের নাম / ২৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মেধা ও মননের বিকাশ ঘটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মনোহরদী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের লালে বাড়ি সংলগ্ন মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসা। সম্প্রতি প্রতিষ্ঠানটি আয়োজন করে ‘নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫’—যেখানে অংশ নেয় স্থানীয় ছোট ও বড় বিভিন্ন বয়সভিত্তিক দল।

খেলাগুলো রাতব্যাপী চলে উৎসবমুখর পরিবেশে। প্রতিযোগিতায় সেরা দলগুলো বিজয়ী হয় এবং শেষপর্যায়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাহমুদ আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মাদ আনোয়ার শাহ্। বিশেষ অতিথি ছিলেন আল মাহমুদের ভাইস প্রিন্সিপাল মুহাম্মাদ মশিউর রহমানসহ উক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন ইক্বরা ইসলামি ক্যাডেট মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী তবিবুর রহমান এবং সল্লাবাইদ ফকির বাড়ি ইসলামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মুহাম্মদ আল আমিন।

ফুটবল ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা রাসেল আরমান এবং সহকারী শিক্ষক হাফেজ জাহাঙ্গীর আলম সাকিব, হাফেজ নাসিম হাসান ও সজিব হাসান।

অনুষ্ঠানের সফল ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী রাসেদুল হাসান তানিম।

এ আয়োজনকে ঘিরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা। ধর্মীয় শিক্ষা ও খেলাধুলার সমন্বিত এই প্রয়াসে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করছেন অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ