শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসায় নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! 

রিপোটারের নাম / ২০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মেধা ও মননের বিকাশ ঘটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মনোহরদী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের লালে বাড়ি সংলগ্ন মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসা। সম্প্রতি প্রতিষ্ঠানটি আয়োজন করে ‘নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫’—যেখানে অংশ নেয় স্থানীয় ছোট ও বড় বিভিন্ন বয়সভিত্তিক দল।

খেলাগুলো রাতব্যাপী চলে উৎসবমুখর পরিবেশে। প্রতিযোগিতায় সেরা দলগুলো বিজয়ী হয় এবং শেষপর্যায়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাহমুদ আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মাদ আনোয়ার শাহ্। বিশেষ অতিথি ছিলেন আল মাহমুদের ভাইস প্রিন্সিপাল মুহাম্মাদ মশিউর রহমানসহ উক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন ইক্বরা ইসলামি ক্যাডেট মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী তবিবুর রহমান এবং সল্লাবাইদ ফকির বাড়ি ইসলামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মুহাম্মদ আল আমিন।

ফুটবল ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা রাসেল আরমান এবং সহকারী শিক্ষক হাফেজ জাহাঙ্গীর আলম সাকিব, হাফেজ নাসিম হাসান ও সজিব হাসান।

অনুষ্ঠানের সফল ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী রাসেদুল হাসান তানিম।

এ আয়োজনকে ঘিরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা। ধর্মীয় শিক্ষা ও খেলাধুলার সমন্বিত এই প্রয়াসে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করছেন অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ