শিরোনাম
বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি : অর্থ উপদেষ্টা

রিপোটারের নাম / ৩২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

এইচটি বাংলা অর্থনীতি  ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি। এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। হওয়ার সম্ভাবনা মোটামুটি। সামনে বাজেট, এজন্য হয়ত একটু সময় লাগবে। আমি ওয়ার্ক আউট করে দেখি কখন থেকে দিতে পারব, কত দিতে পারব।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে কী থাকছে- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতা নিয়ে এখন কিছু বলব না। আমরা কাজ করছি, দেখছি। এটা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ করছেন, সেটা করে আমার কাছে দেবেন।

LankaBangla securites single page

মহার্ঘ ভাতা হচ্ছে কী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হওয়ার চান্স মোটামুটি, একটু সময় লাগবে। বাজেটে আমি ওয়ার্ক আউট করে দেখি কখন থেকে দিতে পারব, কত দিতে পারব।

অ্যামাউন্ট কত হতে পারে- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা বলা যাবে না, এটা বললে তো সব বলা হয়ে যাবে।

১০ থেকে ১৫ শতাংশের একটা কথা শোনা যাচ্ছে, বিষয়টা কী এরকম- জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি বিষয়টা ওয়ার্কআউট করছি। যখন ফাইনাল করব, এরপর কেবিনেটে যাবে, প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন, তারপর জানতে পারবেন।

সরকারি চাকরিজীবীরা হতাশ হয়ে গেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা হওয়ার সুযোগ নেই, আমরা কনসিডার করব।

তাহলে বলতে পারি সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর আছে- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এমন কিছু বলার দরকার নেই, তবে আমরা বিবেচনা করব।

স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ করা হয়েছে। এর ফলে কী প্রভাব পড়তে পারে এবং সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে- জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। আমি তো এখনই বলতে পারব না। ওনারা আসবে আমার কাছে কথা বলতে।

আজ বিকেলে তো আপনার কাছে এনবিআর আসবে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এনবিআরের বিষয়ে আমি কিছু বলব না। একইসঙ্গে এনবিআরকেও মন্ত্রণালয়ে কিছু বলতে দেব না। যদি কাভারেজ করেন তাদের ইসে (পক্ষে) তাহলে আমি পানিশমেন্টের ব্যবস্থা নেব। আমি বাংলাদেশ ব্যাংকে থাকতে যখন ব্যাংকারদের সঙ্গে কথা বলেছি তাদের স্পষ্ট বলে দিতাম কোনো ব্যাংকার, চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক নিয়ে কিছু বলবেন না।

অর্থ উপদেষ্টা বলেন, আতিউর রহমানের সময়ে দেখেছি চেয়ারম্যানরা কথা বলে, আমি এই করেছি সেই করেছি। আমি কিন্তু এগুলো অ্যালাউ করব না। এনবিআর যদি কিছু বলতে চায় বাইরে (মন্ত্রণালয়ের বাইরে) গিয়ে বলবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকের বৈঠকে আমরা এলএনজিসহ কয়েকটি পণ্য তাড়াতাড়ি আমদানি করার অনুমোদন দিয়েছি। এ ছাড়া কয়েকটা ভূতাপেক্ষ বিষয় ছিল- সিলেট, হবিগঞ্জের সড়কগুলো বন্যায় নষ্ট হয়ে গেছে। একইসঙ্গে যশোর মেডিকেল কলেজের হাসপাতালটা হয়নি, কক্সবাজার মেডিকেল কলেজ আছে হাসপাতাল হয়নি। হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ ইফেক্টিভ না। এগুলো আমরা অনুমোদন দিয়েছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ