চট্টগ্রাম প্রতিনিধি : হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার মীর হেলাল। তিনি বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং দলের চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন
গত ২৭ মার্চে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ডঃ. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত অফিস আদেশে মীর্জাপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন।
অনুমোদিত কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান ।
উল্লেখ্য নবনির্বাচিত ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হচ্ছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সুযোগ্য পুত্র