সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বেড়িবাঁধ ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। ০৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম কর্তৃক দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন সময় জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল এই কর্মসূচি পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, এই ক্যাম্পেইনের মাধ্যমে আনুলিয়া ইউনিয়নের প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে ।