শিরোনাম
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের শয্যাপাশে পুনাক সভানেত্রী সাতক্ষীরায় জমি লিখে না দেওয়ার প্রভাবশালী কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ধর্মীয় সংঘাতের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র চলছে- সূফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দ আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই সহোদর আটক আজ বিকেলে সব রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। সাতক্ষীরায় ভেজাল বিরোধী অভিযানে এক দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা পটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় স্লিপ ফান্ডের বাড়তি টাকা নেওয়ার অভিযোগ । কৃষকদলের নেতা মোঃ জসিম উদ্দিন গুরুতর অসুস্থ, দোয়া কামনা। পাটগ্রামে “গুপ্তধন” ভেবে ঘরে লুকিয়ে রাখেন গ্রেনেড মাদকসেবীদের আড্ডাখানা এখন শেখ রেহানার বাংলো বাড়িতে ।
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

আনোয়ারায় আগুনে পুড়ে ছাই চার বসতঘর  

রিপোটারের নাম / ১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

 

 

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১ডিসেম্বর) ভোররাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়িতে এঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মোঃ করিম, মোঃ ইলিয়াছ, জেবল হোসেন ও আক্তার হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসলেও তার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান স্থানীয়রা। এতে চার পরিবারে ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মানুষের চিৎকারে ঘুম থেকে উঠে আগুন দেখতে পায়, মো ইলিয়াসের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সব পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত মো. ইলিয়াছ জানায়, রাতে ঘরে হঠাৎ আগুন দেখে কোন রকম পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের হই। আগুনে আমার নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মংসুইনু মারমা বলেন, আগুনের খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌছায়। কিন্তু তার আগেই সব পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ