বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালুমহাল গড়ে তোলায় দুই জনকে লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ‘উপজেলার জুঁইদন্ডী ও বরুমচড়া ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বরুমচড়ার মোহাম্মদ আবছার ও জুঁইদন্ডীর আব্দুল কুদ্দুসকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান,অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।