শিরোনাম
ফারুক ফাউন্ডেশনের প্রাইজমানি ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তালার হাজরাকাটী গ্রামে ঈদ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত।  বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি  পুঠিয়ার রাজবাড়ী ও জাদুঘরে উপচে পরা ভীড় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।   সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য কাজ করা নারীদের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হচ্ছে : ট্যামি ব্রুস মনোহরদীতে শীর্ষ স্থানীয় নেতাদের ঈদ আনন্দ ভাগাভাগি। ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি ।

রিপোটারের নাম / ৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

 

 

চট্টগ্রাম: খান তালাত মাহমুদ রাফি, পড়ালেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা।

সোমবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের খবর জানান দেন তিনি।

মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় রাফির দেওয়া সেই পোস্ট।

 

অভিনন্দনের ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।

 

নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। ’

ফেসবুক পোস্টে তিনি স্ত্রীকে ট্যাগ করেছেন।

 

সেখান থেকে জানা যায়, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। ফেসবুকে তার বাড়ি বরিশাল বলে লেখা রয়েছে। পড়াশোনা বরগুনা সরকারি মহিলা কলেজ।

রাফির সঙ্গে তোলা বিয়ের ছবিটি কভার ফটো হিসেবে আপডেট করেছেন তার স্ত্রী।

এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা ও অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

 

কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে শুরু থেকেই রাফি সক্রিয় ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি।

 

রাফিকে অভিনন্দন জানাতে বাসায় ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আহমেদ, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব রেজাউর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াছির আরেফিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ