শিরোনাম
সাতক্ষীরায় ছাত্র-জনতা হত্যায় জড়িত আ.লীগ নেতা কোপাত মোড়ল গ্রেফতার সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইজরাইল কতৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল ও পথসভা ফিলিস্তিনের মুসলমানদের গনহত্যার প্রতিবাদে চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহসুফি দরবারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন। ফিলিস্তিনের গাজায় গনহত্যার প্রতিবাদে চন্দনাইশ পৌরসভা ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিয়ে করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন।  ৪০টি দেশের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে । রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিকালে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমতি পেয়েছে

রিপোটারের নাম / ৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) কাছ থেকে বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী স্টারলিংক।

 

রোববার (৬ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’- উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

 

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। সেই নিবন্ধনও স্টারলিংককে দেওয়া হয়েছে। গত মাসের ২৯ তারিখ আমরা অনুমোদন দিয়েছি। স্টারলিংক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ এপ্রিল দেশে পরীক্ষামূলক চালু হবে এই পরিষেবা। পরবর্তী ৩ মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

 

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আগামী ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট–সেবা ব্যবহার করা হবে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এ ছাড়া স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে।

 

প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবাভিত্তিক প্রতিষ্ঠান স্টারলিংক। প্রাথমিকভাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বড় কোম্পানি এবং ই-কমার্স ও ডিজিটাল ব্যবসায় প্রতিষ্ঠানগুলো স্টারলিংকের গ্রাহক হতে পারে। স্টারলিংক ছোট উপগ্রহের একটি অ্যারের মাধ্যমে সীমাহীন উচ্চগতির ডেটা অফার করে যা প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবিট (এমবিপিএস) ইন্টারনেট গতি সরবরাহ করে। স্পেসএক্স আগামীতে এই হার দ্বিগুণ করারও পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে বর্তমানে ইন্টারনেটের সর্বোচ্চ গতি ২৫ এমবিপিএসের মতো। বিশ্বের দ্রুতগতির ইন্টারনেট প্রদানকারী ১০৮টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯০তম।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ