শিরোনাম
১৪ ঘণ্টা পর খালে পড়া সেই শিশুর মরদেহ উদ্ধার। ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দীক গ্রেফতার সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নব-গঠিত কমিটির অভিষেক বাংলাদেশে হজের প্রথম ফ্লাইট ২৯শে এপ্রিল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে । ২০২৪ সালে সাজানো এক নির্বাচনে জিতেছিলেন সাকিব আল হাসান : প্রেস সচিব শফিকুল আলম ফিলিস্তিনিদের ১২ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিলেন  মেয়র ডা. শাহাদাত হোসেন আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকী যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৯০ বাংলাদেশ জনশক্তি পার্টির আত্মপ্রকাশ: আহ্বায়ক মো. রবিউল ইসলাম সোহাগ, সদস্য সচিব মো. জহির উদ্দিন হাওলাদার
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

আজ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে প্রধান উপদেষ্টা।

রিপোটারের নাম / ২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলছে রাজধানী ঢাকায়। গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ বুধবার (৯ এপ্রিল)।

এদিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিন সেশনে যুক্ত হয়ে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। একইসঙ্গে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।

 

এছাড়া বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন। পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকস লাগবে। একইসঙ্গে বিশেষ ক্যাটাগরিতে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে।

চার দিনব্যাপী এই সামিটে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনের প্রথম দুই দিনে বেশ কয়েকটি সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন তারা। পাশাপাশি, দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিতে কিছু বিদেশি ব্যাংক ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

সরকার ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নীতিগত কিছু শিথিলতা ও নতুন জ্বালানি নীতির পরিকল্পনার কথাও জানিয়েছে। সম্মেলনের তৃতীয় দিনে ড. ইউনূস বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ