শিরোনাম
তালায় উপজেলার উন্নয়নকল্পে সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সুনীল চৌধুরীকে সাথে নিয়ে সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন অধীরের আজারবাইজানের সঙ্গে যোগাযোগ বাড়াতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা। ডিইপিজেড বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায়  সব কারখানার উৎপাদন বন্ধ। আজ দুঃসহ স্মৃতিময় ভয়াল ২৯ এপ্রিল। মনোহরদীতে ভয়াবহ ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ লুট  রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কোনও কিছুই বাস্তবায়ন হবে না : প্রধান নির্বাচন কমিশনার রইস উদ্দিনকে নির্মম হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত  রাজশাহী অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় খাবার কালাই রুটি অশুভ শক্তিকে প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

 

মনোহরদীতে ভয়াবহ ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ লুট 

রিপোটারের নাম / ৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল ২০২৫, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে সংঘটিত হয় এই হৃদয়বিদারক ঘটনা। দুর্বৃত্তদের টার্গেট ছিল গ্রামের বাসিন্দা মো. রিয়াজ উদ্দীনের বাড়ি।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল কলাপসিবল গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং বেঁধে ফেলে। ডাকাতরা এসময় রিয়াজ উদ্দীনের স্ত্রী সেলিনা (৪৫)–কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ডাকাতরা ঘরের আলমারি, ড্রয়ার, তাক ইত্যাদি তছনছ করে ফেলে। তারা ঘর থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লক্ষ নগদ টাকা, একটি টিভি ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের অন্য সদস্যদেরও কিলঘুষি, চড়-থাপ্পড় মারার মাধ্যমে নির্যাতন চালানো হয়।

বর্তমানে আহত সেলিনা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি জানান, ডাকাতির সময় তারা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা নির্দয়ভাবে তার মাথায় কোপ দেয়, যা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তাদের লক্ষ্য ছিল শুধু মালামাল লুট, কোনো ধরনের মানবিকতা তাদের মধ্যে দেখা যায়নি।

এদিকে এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার জানান, ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ