মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনে আমরা সেই সমস্ত পরিশ্রমী মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যাঁরা তাঁদের অক্লান্ত শ্রমে সমাজ, দেশ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষদের সম্মান প্রদর্শনে এই ক্যাম্প আয়োজন করা হয়। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আয়োজনে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় নগরীর কর্ণেল হাট ফুট ওভার ব্রিজের নিচে একদল তরুণ সেচ্ছাসেবী সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ১:৩০ পর্যন্ত চলমান থাকে এই ক্যাম্প কর্মসূচির মাধ্যমে নগরীর ১.৫ শতাধিক নারী পুরুষদের ব্লাড গ্রুপ ও ১ শতাধিক নারী পুরুষদের ব্লাড প্রেসার নির্ণয় করা হয়।
উক্ত ক্যাম্প থেকে সেবা পেয়ে একজন রিকশা চালক বলেন তরুণ যুব করাই দেশ পরিবর্তনের কারিগর। আজ ৬৫ বছর বয়সে নিজের রক্তের গ্রুপই জানতাম না যা এই ছেলের বয়সী তরুণ যুবকেরা
অন্যদিকে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা বলেন আজকের এই ক্যাম্পেন থেকে সবার জন্য একটাই মেসেজ নিজে রক্ত দিন অন্যকেও রক্ত দানে উৎসাহিত করুন। নিজের পরিবার থেকে রক্ত দাতা তৈরি করুন। শুধুমাত্র রক্ত নেওয়ার জন্য নই রক্ত দেওয়ার জন্য সেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করবেন।
ক্যাম্পে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা, সহ সাভা – পতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস,সহ সাংগঠনিক আরফান হামিম সিয়াম, অফিস ডিপার্টমেন্ট ইয়াসিন আরাফাত, আইসিটি মিডিয়া নাদিম শেখ, ব্লাড ডিপার্টমেন্ট রোবায়ে সিদ্দিকী, নির্বাহী সদস্য মহিম শাহ্,ইব্রাহীম জামাল, ইমতিয়াজ রাফি, আফসানা রহমান মীম,সুমেয়া আক্তার,আশরাফ হোসেন, আরমান কাদেরসহ মোট ২০ জন সদস্যর উপস্থিতি মধ্যে দিয়ে আজকের এই ক্যাম্প সম্পূর্ণ করা হয়।