এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : পাটগ্রামে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন শীর্ষক “আমাদর চোখে জুলাই বিপ্লব “চিত্রাঙ্কন,রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই টিম বাংলাদেশ 2.O এর সার্বিক সহযোগিতায় এবং জেলা পরিষদ লালমনিরহাটের আয়োজনে সায়মাতুজজাহান মুনের উপস্থাপনায় পাটগ্রাম শহীদ আফজাল মিলনায়তনে পূর্ব নির্ধারিত সময় ২৫ জুলাই সকাল ১০ টায় ৪ টি স্কুল ও ২ টি মাদ্রাসার অংশগ্রহণে ৩ টি ক্যাটাগরিতে চিত্রাঙ্কন,রচনা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইশরাত জাহান শ্রাবণী, দ্বিতীয় স্থান অর্জন করেন পাটগ্রাম টিএন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো: ওয়াহীদ তাওসীফ এবং তৃতীয় স্থান অর্জন করেন পাটগ্রাম এপি সিনিয়র মাদ্রাসার নবম শ্রনীর শিক্ষার্থী মো: মোর্শেদ আলম। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফলাফল জেলাভিত্তিক জানানো হবে ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।তিনি ছাত্র ছাত্রীদের জুলাইয়ের ইতিহাস ও পরবর্তিতে করনীয় বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ।