শিরোনাম
তালায় অতি বৃষ্টিতে ডুবছে ফসল-ঘের, প্রতি বর্ষায় একই দুর্ভোগ গাজীপুর শ্রীপুরে ৭ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল কাঠামোগত ত্রুটির কারণে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং খাত চাপের মুখে থাকবে : এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস সারাদেশে আজ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে শোক  পালন হচ্ছে মাত্র ২৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ খালেদ রহীমকে দুদকের নতুন সচিব করা হয়েছে। গোপালগঞ্জে ইউএনও গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা । ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার  রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

চন্দনাইশ দোহাজারীতে নির্বাচন পরবর্তী পৌর মেয়র লোকমান হাকিমের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট

রিপোটারের নাম / ৫০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দোহাজারীতে পৌরসভার মেয়র লোকমান হাকিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট ও ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে। গত ৭ জানুয়ারি বিকালে নিবার্চন পরবর্তী দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিমের মালিকানাধীন এম এ কাশেম এন্ড ব্রাদাস নামে পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ১ম ও ২য় তলায় ব্যাপক ভাংচুর করে ১০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করেন। এ সময় দুবৃত্তর্রা ক্যাশে থাকা ৫ লক্ষ টাকা ও বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন মেয়র লোকমান হাকিম। পাশাপাশি মেয়রের ভাড়ায় চালিত ৭/৮ টা ব্যবসা প্রতিষ্টানে হামলা চালিয়ে ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তিনি বলেন, একজন প্রার্থী হেরে যাওয়ায় তাঁর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে এ আক্রমণ চালায়। এ ব্যাপারে পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ