শিরোনাম
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত শাজাহানপুরে বিয়ের দাবিতে শিক্ষকের কর্মস্থলে প্রেমিকার দিনভর অনশন । সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তির আরেকটি লোক উৎসব টুসু পুজা। সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চবি উপাচার্য । এক রোহিঙ্গার এনআইডি যাচাই করতে এসে আরেক রোহিঙ্গা আটক এআই ভিত্তিক বিশ্বের জন্য তরুনদের প্রস্তুত করতে হবে: চুয়েট ভিসি জমি দখল ও লুটপাট প্রধান শিক্ষক হাফিজের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসে অভিযোগ
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

রিপোটারের নাম / ১১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : সময় যতই ঘনিয়ে আসছে ততই যেন শঙ্কা বাড়ছে। এরই মধ্যে বাংলাদেশে ভ্রমনে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। তবু আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে রোববার নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আসিফ।

সূচি অনুযায়ী বাংলাদেশে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৩ অক্টোবর। ২০ আগস্টের মধ্যে আইসিসিকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের চূড়ান্ত প্রস্তুতির বিষয়ে। এ বিষয়ে আসিফ জানান, এটা নিয়ে আইসিসির সঙ্গে তাদের আলোচনা চলমান।

‘এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে, একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; রাষ্ট্রীয় বিষয়।’

‘ড. মুহাম্মদ ইউনূস স্যার আছেন, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সবার সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে আইসিসির সঙ্গে আমাদের আলোচনা চলমান আছে। আশা করি, দ্রুতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত জানাতে পারব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সংস্কারের ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি সংস্কার করব পদ্ধতির, ব্যক্তির নয়। সিস্টেমটা যারা দুর্নীতিগ্রস্ত করেছে, তাদের পরিবর্তন আসবে—এটাও সুনিশ্চিত।’

‘আমরা বোর্ডে পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি গঠনতন্ত্রের দিকে। যারা নতুন দায়িত্বে আসবে বা পাবে, গঠনতন্ত্রকে আরও গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে হবে; পাশাপাশি যে অনিয়ম, দুর্নীতিগুলো এত দিন হয়েছে, সেগুলোও প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু ক্রিকেট বোর্ড নয়, অন্য ফেডারেশনগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’


এই ক্যাটাগরির আরো সংবাদ