শিরোনাম
চন্দনাইশে গাছবাড়িয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দদের স্বাগত জুলুস অনুষ্ঠিত চট্টগ্রামে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির মতনিবিময় সভা পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন ছদাহার চেয়ারম্যান  ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশে ভারতের সহযোগিতায় চলমান প্রকল্পের কাজ চালু থাকবে : প্রণয় ভার্মা। ঘুমের মধ্যেই চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বিকাশ শেঠি  ১০ টা ব্যাংক দেউলিয়া হওয়ার অবস্থায় চলে গেছে :গভর্নর দেশের শিল্পখাতে অস্থিরতা অচিরেই কেটে যাবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা   সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা  জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন। চাঁদগাও মোহরা ওয়ার্ড বি এন পি সভাপতি জনাব জানে আলম জিকুর ৫৫ তম জন্মদিন
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

বুড়িমারী স্থলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের কমিটি গঠন

রিপোটারের নাম / ৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট পাটগ্রামে বুড়িমারী স্হলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বুড়িমারী স্হলবন্দর সভাকক্ষে আবু রাইয়ান রছি ( প্রোঃ মেসার্স রাইয়ান কন্সট্টাকশন) আহবানে স্হলবন্দরের একটি শক্তিশালী আমদানিকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন গঠন ও ব্যবসা সম্প্রসারণের জন্য সম্প্রতি রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আমদানিকারক ও রপ্তানিকারক সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়।

দেশের চলমান পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আমদানিকারক ও রপ্তানিকারক সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। এ

এ সকল সদস্যের মতামতের ভিত্তিতে আবু রাইয়ান রছি( রাইয়ান কনস্ট্রাকশন) কে সভাপতি ও আনিছুর রহমান প্রধান রাজু (কনক এন্টারপ্রাইজ) কে সাধারণ সম্পাদক করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম প্রধান(সেলিনা ট্রেডার্স)। এছাড়াও এ কমিটির সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবীর সওদাগর, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেন সিন্টু ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ সফিয়ার রহমান (রাজ ট্রেডিং),রেজওয়ান হোসেন ( তাইফুর ট্রেডার্স ), নুরুজ্জামান ( এস এ ট্রেড লিংক), আনোয়ারুল ইসলাম দিপু( তারেক এন্টারপ্রাইজ), ফরহাদ হোসেন লিটন( ফারিয়া এন্টারপ্রাইজ) , আসাদুজ্জামান আসাদুল (বাবর ট্রেডার্স) প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ