শিরোনাম
বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ / ৪৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ

নেপালের কাঠমন্ডুতে আয়োজিত সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। আর তাতে বাংলাদেশ একটি ইভেন্টে রানার আপ হয়েছে। তবে বাংলাদেশ তিনটি ইভেন্টে হয়েছে দ্বিতীয় রানার আপ। পুরুষ এবং মহিলা মিলে তিন ইভেন্টে অংশগ্রহণ করে রেগু, কুয়াড এবং টিম ইভেন্ট। কুয়াড ২টি সিলভার,
রেগু ২টি ব্রোঞ্জ, টিমইভেন্ট ১ টি ব্রোঞ্জ। নেপালের রাজধানী কাঠমন্ডুর রঙ্গশালা ইনডোর স্টেডিয়ামে তিন ধরে চলে সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ। তিন দিনের এই আয়োজন শেষ হয়েছে সমাপনী এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এশিয়ান সেপাক টাকরো ফেডারেশনের সাধারন সম্পাদক দাতো আবদুল হালিম পুরস্কার বিতরণ করেন। তিনি আশা প্রকাশ করেন একদিন অলিম্পিকে জায়গা করে নেবে সেপাক টাকরো। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ান সেপাক টাকরো এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানসির, সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালি, যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল। বাংলাদেশ দলের কোচ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেন যথাক্রমে সরোয়ার আলম চৌধুরী মনি, ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু।


এই ক্যাটাগরির আরো সংবাদ