শিরোনাম
চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

সৌদি আরবে এনটিভি দর্শক ফোরামের নতুন কমিটির অভিষেক

রিপোটারের নাম / ৯০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

সৌদি আরবের রিয়াদে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন এবং এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিতদের অভিষেক হয়েছে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনন্দ আয়োজনে ছিল এনটিভির প্রবাস বিনোদন পর্ব-১৬। গতকাল শনিবারের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা বাংলাদেশি মেডিনোভা মেডিকেল সেন্টার, বন্ধন অভারসিস লি. এবং রিয়াদের আনোয়ার কোম্পানি৷

এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের শুরুতে ৫২’র ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিচিতি পর্ব শুরু হয়। এরপর চলে আলোচনা।

আলোচনা পর্বে সৌদি আরব এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আলী আহছান কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাথা মেডিনোভা মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এইচ এম কেফায়েত খান।

অনুষ্ঠান উদ্‌বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. মহসীন, স্বাগত বক্তব্য  রাখেন এনটিভি ফোরামের সাধারণ সম্পাদক শেখ মো. বাদল। এতে প্রধান বক্তা ছিলেন এনটিভি ফোরাম সভাপতি প্রকৌশলী মজনুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—এনটিভি ফোরামের সিনিয়র সহসভাপতি রাকিবুল ইসলাম, সহসভাপতি ওয়াজেদ হোসেন ও নাসির উদ্দিন খান, শেখ মো. আনোয়ার হোসেন, বন্ধন ওভারসিজের পরিচালক মাসুদ রানা, এনটিভি ফোরাম সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মোখলেছ বিন মাহফুজ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ প্রবাসী সাংবাদিক  ফোরামের (বাপ্রসাফ) পক্ষ থেকে বক্তব্য দেন—সাধারণ সম্পাদক ফকির আল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, প্রচার সমাদক এস এম সোহাগ প্রমুখ।

এনটিভি সাংস্কৃতিক ফোরামের মুখপাত্র জামশেদ রানার নির্মাণে এনটিভি সাংস্কৃতিক ফোরাম ও কলতান সংগীত একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এতে নাচ, গান, কবিতা পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন—ক্বারি আবদুল হাকিম, মাওলানা ফারুক আহমেদ, কলতান সংগীত একাডেমির পরিচালক মমতাজুল আলম তাজ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ