শিরোনাম
বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

গিলানী ফুটবল একাদশ আয়োজিত আন্তঃ চা বাগান খাসি কাপ মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন।

রিপোটারের নাম / ২১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বাবলু তন্তবায় দীপু , চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ : গিলানী ফুটবল একাদশ আয়োজিত আন্তঃ চা বাগান খাসি কাপ মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ শে জানুয়ারী ( রোববার) বিকাল ৪ ঘটিকার সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানী চা বাগানে প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত খেলার শুভ উদ্বোধন করা হয়। খেলাটি উদ্বোধন করেন অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। তিনি উক্ত টুর্নামেন্ট খেলা সুন্দর ও সফল করার জন্য আশ্বাস দেন। উক্ত খেলায় ৬ জন খেলোয়াড় নিয়ে একটি দল গঠিত হয়। অত্র খেলাই যে দুটি দল অংশগ্রহন করেন রঞ্জন প্রবাসী বনাম সাতছড়ি একাদশ। এই দুটি দল খুব সুন্দর খেলা উপহার দিয়েছে। খেলাটি ৪ ঘটিকা থেকে শুরু করে এক ঘন্টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রথম থেকে শুরু করে খুব দুর্দান্তভাবে খেলা হয়। খেলার পনের মিনিট পর রঞ্জন প্রবাসী একাদশ ৭ নং জার্সি সানী চৌহান প্রথমে গোল করেন এবং বিরতির পর সাতছড়ি একাদশ ৪ নং জার্সি দুলাল ভুমিজ একটি গোল করে। খুব সুন্দর একটি দুর্দান্ত খেলা হয়, পড়ে রঞ্জন প্রবাসী একাদশ ৭ নং জার্সি সানী চৌহান আবার গোল করে। পরে রঞ্জন প্রবাসী ০২-০১ গোলে সাতছড়ি একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

উক্ত খেলাটি পরিচালনা করেন, মনোরঞ্জন সাঁওতাল এবং সঞ্চালনা করেন, গিলানী চা বাগানের সাধারণ সম্পাদক অমৃত তাঁতী। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি গিলানী চা বাগানের পঞ্চায়েত সভাপতি অমল ভৌমিক, প্রাক্তন সভাপতি সজল চৌহান, কোম্পান্ডার প্রদীপ বুনার্জী, দেউন্দি চা বাগানের সভাপতি প্রবির বুনার্জী, উজ্জ্বল কুমার দাশ, সাংবাদিক বাবলু তন্তবায় দীপু, ময়মুরুব্বি, চা শ্রমিক যুবক যুবতি সহ আরো অনেকেই। উক্ত খেলাটি উৎসাহ উদ্দীপনায় জাগিয়ে তুলেন গিলানী চা বাগান সহ বিভিন্ন চা বাগানের দর্শকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ