মুহাম্মদ আরফাত হোসেনঃ
চন্দনাইশে মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মো. সায়েক। ৩ এপ্রিল বিকেলে উপজেলার খাঁনহাট, রৌশনহাট, চন্দনাইশ সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্য সংরক্ষণ না করে নোংরা অবস্থায় পেয়ে ভোক্তা অধিকার সংক্ষরণ আইনে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৩ টি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা অপর একটি থেকে ২ হাজার ৫ শত টাকাসহ পাঁচটি মামলায় ১০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।