শিরোনাম
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

চলমান সংঘাতের অবসানে ইরান ও ইসরায়েল শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবে : ডোনাল্ড ট্রাম্প

রিপোটারের নাম / ৩২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : চলমান সংঘাতের অবসানে ইরান ও ইসরায়েল শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই সংঘাত বন্ধে বর্তমানে বেশ কিছু বৈঠক চলছে এবং দুই দেশের মধ্যে চুক্তি হওয়া উচিত।

 

রোববার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ স্যোশাল’-এ দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প।

 

গত তিন দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই দেশে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, “ইরান ও ইসরায়েলকে একটি চুক্তি করতেই হবে এবং তারা তা করবে। আমরা শিগগিরই শান্তি ফিরে পাবো।”

 

তবে এই অনানুষ্ঠানিক বৈঠকগুলো কারা করছে, কিংবা শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না— সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

 

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের বক্তব্যের সঙ্গে ভিন্ন সুরে শনিবার বলেন, “ইরানের বিরুদ্ধে অভিযান আরও তীব্র হবে।” ফলে চুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

হোয়াইট হাউসের একজন মুখপাত্রও ইরান-ইসরায়েলের উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্রের ভূমিকা কিংবা ট্রাম্পের মন্তব্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

 

নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরলেও ইরান-ইসরায়েল সংঘাত রোধে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগে নিজ দলের রাজনৈতিক সমর্থকদের কাছেও সমালোচিত হয়েছেন ট্রাম্প। এর আগে ভারত-পাকিস্তান বিরোধের সমাধানের চেষ্টা করে যথাযথ স্বীকৃতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন তিনি।

 

পোস্টের এক পর্যায়ে ট্রাম্প লিখেছেন, “আমি অনেক কিছু করি, কিন্তু কখনও কৃতিত্ব পাই না। তারপরও জনগণ সব বুঝতে পারে। মেইক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন!”


এই ক্যাটাগরির আরো সংবাদ