শিরোনাম
নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

জমকালো আয়োজনে শেষ হলো অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতি ২০২৪ ।

রিপোটারের নাম / ৬২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক :  শুক্রবার ১৯ শে জানুয়ারি জমকালো আয়োজনে অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও  চড়ুই ভাতি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।

রিনিক মুনের সঞ্চালনায় সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কো স্পনসর  ডেলিভারি এক্সপার্ট বিডির কর্নধার কাজী রায়হানুল ইসলাম (আরমান)। এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ,অদিতি সাহা,মিলন সাহা,রিমু দেবী, তনুশ্রী দিপা,সুলতানা রাজিয়া, শহিদুল ইসলাম সাগর, জাহেদুল আলম, ঝুমলি চৌধুরী,প্রিন্স বিজয় , আকলিয়া রুমি,মিরাজুল হক, বর্ণা তালুকদার, জিসানা কবির, জান্নাতুল নাঈম প্রমুখ।

অনিন্দ্য প্রয়াসের এডমিন সঞ্জয় চৌধুরী বলেন প্রতি বছরের ন্যায় এবারও অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগী নয় সহযোগী হিসেবে আমরা সবাই মিলেমিশে কাজ করব এটাই অনিন্দ্য প্রয়াসের মূল লক্ষ্য ।

সকলের সহযোগিতায় আজকের এই চড়ুইভাতি অনুষ্ঠানটি  সফল হয়েছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

ডেলিভারি এক্সপার্ট বিডির কর্নধার কো স্পনসর কাজী রায়হানুল ইসলাম আরমান বলেন অনিন্দ্য প্রয়াসের  উদ্যোগে চড়ুইভাতির প্রত্যেক প্রোগ্রামে আমি সাথে ছিলাম আগামীতে অনিন্দ্য প্রয়াসের সাথে থাকতে চাই ।

এই চড়ুইভাতিতে বাচ্চাদের বল নিক্ষেপ ,মহিলাদের হাড়িভাঙ্গা , পুরুষদের সুই সুতা সেলাই সহ  বিভিন্ন মজার মজার খেলার আয়োজন করেছে অনিন্দ্য প্রয়াস ।

এইবার পটিয়ার বিটা সংস্কৃতি ও উন্নয়ন কেন্দ্রে অনিন্দ্য প্রয়াসের চড়ুই ভাতি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়াল জগতে নিজের কিছু উদ্যোগ নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন উদ্যোক্তাদের নিয়ে অনিন্দ্য প্রয়াসের  যাত্রা । অনিন্দ্য প্রয়াস বর্তমানে ২০০  উদ্যোক্তা যুক্ত আছেন। উদ্যোক্তারা অনিন্দ্য প্রয়াস পরিবারের সাথে কাজ করে সফলতা অর্জন করে যাচ্ছেন।

অনিন্দ্য প্রয়াসের চড়ুইভাতি এইবারের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এইচটি বাংলা।

সংস্কৃতি অনুষ্ঠান ও  Raffle ড্র এর মাধ্যমে শেষ হয়েছে চড়ুই ভাতি ২০২৪ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ