এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : জানুয়ারির ট্রান্সফার সীমা সোমবার শেষ হচ্ছে। তার আগে পর্তুগীজ ক্লাব পোর্তো থেকে আরেকজন খেলোয়াড় কিনেছে ম্যানচেস্টার সিটি। পোর্তোর মিডফিল্ডার নিকো গঞ্জালেসকে নিয়েছে সিটিজেনরা। বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা নিকোর জন্য ম্যানসিটিকে গুনতে হচ্ছে ৬০ মিলিয়ন ইউরো।
লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকতে থাকা সিটিজেনদের শক্ত করতে জানুয়ারির ট্রান্সফারে প্রায় ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি। নিকো গঞ্জালেসের আগে চার খেলোয়াড় কিনেছে কাতারি মালিকানার ক্লাবটি।
স্পেনের মিডফিল্ডার নিকো শিগগিরই ইংল্যান্ডে যাবেন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য। ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছে এমন তথ্য। গঞ্জালেস দলে যোগ দেয়ার পর মিডফিল্ডে আরও শক্ত ভিত পাবে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।