শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ ক্যাম্প ও মেডিকেল ক্যাম্প আয়োজন। 

রিপোটারের নাম / ৩৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি : আজ ২২ মে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগ উত্তর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি প্রাঙ্গনে সাধারণ জনগণকে নিয়ে বিনামূল্যে হেল্থ ক্যাম্প ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

উক্ত হেল্থ ক্যাম্পে ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়েছে ৮৫ জনের ব্লাড প্রেসার নির্ণয় করা হয়েছে ৫২ জনের নাক কান ছিদ্র করা হয়েছে তার ৩৫ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে ৪০ জনের পুরুষ এমবিবিএস ডাক্তার থেকে সেবা নিয়েছেন ৪৬ জন এবং মহিলা এমবিবিএস ডাক্তার থেকে সেবা নিয়েছেন ৫২ জন। উক্ত ক্যাম্পে সর্ব মোট ৩১০ জন নারীপুরুষদের সেবা দিতে সক্ষম হয় সংগঠনটি।আজকের ক্যাম্প থেকে সেবা নেওয়া রোগীদের জন্য গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে ৩৫% ছাড়ে পরীক্ষা করার সুযোগ পাবেন।ক্যাম্পটি সকাল ১০:০০ টা থেকে শুরু করে দুপুর ১:৩০ পর্যন্ত চলমান থাকে।

ক্যাম্প থেকে সেবা পেয়ে সাধারণ জনগণের মাঝে সন্তুষ্টি দেখা দেয় এবং এই রকম প্রতি মাসে অন্তত পক্ষে একবার আয়োজন করে তাদের সেবা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন।

উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা, সহ – সভাপতি -১ মোস্তফা মোরশেদ শ্রেয়াস,সহ- সভাপতি -২ রিদুয়ান রনি, সাংগঠনিক আরফান হামিম সিয়াম, অফিস ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান ইয়াসিন আরাফাত, অফিস ডিপার্টমেন্ট সহকারী-১ ফারিয়া সিদ্দিকা জেবা, অফিস ডিপার্টমেন্ট সহকারী -২ সানজিদা আক্তার,ব্লাড ডিপার্টমেন্ট সহকারী -২ রোবেয়া সিদ্দিকা,আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান নাদিম শেখ,তানভীর সারিয়ার ইমন, ইমতিয়াজ রাফি, মুনতাসীর মাহমুদ, মো: সাকিব,সায়িফ খান,আফসানা রহমান মীম, রাকিব আল ইসলাম,আরমান কাদের,ফারহানা আক্তার নওরীন,সৌভিক,তাবাসসুম ইসমাত তারিন। ২০ জন সদস্যদের উপস্তিতির মধ্যে দিয়ে আজকের এই প্রজেক্ট সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ