বাবলু তন্তবায় দীপু, চুনারুঘাট, (হবিগঞ্জ) প্রতিনিধিঃ সারা দেশ জুড়ে হবিগঞ্জে চা বাগানে গুলোতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চা বাগানের মধ্যে। অনেক মানুষকে ঘর থেক বাহিরে চলে আসতে দেখা যায়। এতে চা বাগানের লোক জন ভয়ে আতঙ্কিত হয়।
জানা যায় সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এইচটিবাংলা কে জানিয়েছেন, রিখাটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় আসাম অঞ্চলে।
সরেজমিনে দেখা গেছে, ভূমিকম্পের সময় সিলেট বিভাগের চা শ্রমিকরা ঘর থেকে আতঙ্কে দ্রুত বাহিরে বেড়িয় আসেন।
এতে চুনারুঘাটের গিলানী চা বাগানের বিনেশ তন্তবায় বলেন, দীর্ঘ ৬/৭ বছর পরে ভুমিকম্প অনুভূত করলাম। এতে ভূ-কম্পনটি খুব গভীর ঝাকুনী দিয়েছে। ভয়ে সবাই বাহিরে বেড় হয়ে যায়।