শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

মায়ের কাছে ফিরলেন অভিনেতা সমু চৌধুরী

রিপোটারের নাম / ২২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : গফরগাঁওয়ের একটি মাজারে অবস্থানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর থেকেই অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে শুরু হয় নানা আলোচনা, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিভ্রান্তিকর তথ্য ও ছবি ভাইরালের জেরে অনেকেই ধরে নেন, এই গুণী অভিনেতা হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছেন। বিষয়টি নিয়ে দিনভর দুশ্চিন্তা ছড়ায় ভক্ত ও সহকর্মীদের মধ্যে।

তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে থাকে ঘটনার আসল রূপ। সমু চৌধুরী নিজেই জানান, তিনি প্রায়ই দেশের বিভিন্ন মাজারে ঘুরতে যান। এবারও বুধবার রাতে তিনি গফরগাঁওয়ের ওই মাজারে যান। সঙ্গে অতিরিক্ত পোশাক না থাকায় বৃহস্পতিবার সকালে নিজের পরিহিত জামা-কাপড় ধুয়ে দেন এবং গামছা পরে মাজারের গাবগাছের নিচে বিশ্রাম করছিলেন। সেসময় তাঁর কিছু ছবি কে বা কারা তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যা থেকেই মূলত ভুল বোঝাবুঝির সূত্রপাত।

অভিনয়শিল্পী সংঘ এ ঘটনার খবর পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেয়। প্রথমে স্থানীয় একজন সহকর্মীকে মাজারে পাঠানো হয়। এরপর সংগঠনের দুই নেতা সুজাত শিমুল ও জুলফিকার চঞ্চল পরিবার সদস্যদের আগেই সেখানে পৌঁছান। স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় সবকিছু সুষ্ঠুভাবে সমাধান হয়।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটে যখন বৃহস্পতিবার গভীর রাতে সমু চৌধুরী নিজ পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ঢাকায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ।

তবে এখানেই ঘটনার শেষ নয়। ঢাকায় ফিরেই আরেকটি আবেগঘন সিদ্ধান্ত নেন সমু চৌধুরী—তিনি সরাসরি যশোরে মায়ের কাছে ফিরে যান। দীর্ঘদিন পর মায়ের কোলে ফিরেই যেন সব গুঞ্জন, বিভ্রান্তি ও ক্লান্তি ভুলে শান্তির পরশ খুঁজে পান এই প্রিয় অভিনেতা। শুক্রবার সকালেই তিনি যশোরে পৌঁছান বলে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

অভিনয়শিল্পী সংঘ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একজন শিল্পীকে ঘিরে এমন বিভ্রান্তি ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর। ভবিষ্যতে গুজব থেকে বিরত থাকতে গণমাধ্যম ও জনসাধারণকে অনুরোধ জানানো হয়। একইসাথে সমু চৌধুরীর সুস্থতা এবং শিল্পে তাঁর আরও দীপ্ত পথচলার কামনা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ