শিরোনাম
চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ ৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সন্ধ্যাকালীন আড্ডা অনুষ্ঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভার বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ

রিপোটারের নাম / ২৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

 

রাঙামাটি প্রতিনিধি : সোমবার ৩০ ডিসেম্বর-২০২৪ রাঙামাটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রতিনিধি দলের সাথে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিকে মতবিনিময় সভায় আমন্ত্রণ না জানানোর কারণে প্রতিবাদ ও বৈষম্য মুক্ত দেশ গড়া লক্ষ্যে এবং জনস্বার্থে রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় নেয়া সিদ্ধান্ত বাতিল চেয়ে লিখিতভাবে স্থানীয় সরকার সংস্কার কমিশন কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ, পিএইচডি বরাবর অভিযোগ করা হয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে।

 

রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা স্বাক্ষরিত পত্রে জানান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। যাহার নিবন্ধিন নং : ০৩৭, মার্কা : কোদাল। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সংসদ সদস্য পদে প্রার্থী এবং ২০২২ সালে রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মেয়র পদে প্রতিদন্ধী প্রার্থী হয়ে নির্বাচনে কোদাল মার্কায় পার্টির সদস্যগণ অংশ গ্রহন করেন।

 

এছাড়া স্বৈরাচার বিরোধী ২০২৪ সালে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশিজন প্রগতীশীল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল।

 

রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ৩০ ডিসেম্বর-২০২৪ ইংরেজি তারিখ রাঙামাটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রতিনিধি দলের সাথে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় আমন্ত্রণে বিএনপি, জামায়াতে ইসলামসহ আঞ্চলিক দল, এনজিও এবং স্বৈরাচারী প্রতিত সরকারের দোসরদের স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামটি পার্বত্য জেলা কমিটির কোন প্রতিনিধিকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়নি। ফলে পার্টির সমর্থক ও পার্টির মতামত প্রকাশ করা সম্ভব হয়নি।

 

বর্তমান আন্তর্বর্তীকালিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতি চরম বৈষম্য করা হচ্ছে বলে পার্টি ধারনা করছে।

 

বৈষম্য মুক্ত দেশ গড়া লক্ষ্যে এবং জনস্বার্থে পার্টির পক্ষ থেকে প্রতিবাদ ও রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় নেয়া সিদ্ধান্ত বাতিলের আবেদন করা হয়।

 

যার অনুলিপির কপি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জননেতা সাইফুল হক, রাঙামাটি জেলা প্রশাসক ও গণমাধ্যমের নিকট পাঠানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ