শিরোনাম
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অপু বিশ্বাস। মিটফোর্ড হাসপাতালে নির্মম হত্যাকাণ্ড ও দেশব্যাপী সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে কমলগঞ্জে প্রতিবাদ সমাবেশ ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের ৫৯ জন এমপির আহ্বান ইসরায়েলি বাহিনীর  হামলায় ১১০ জন ফিলিস্তিনি নিহত সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা। রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

 

চন্দনাইশে নৌকার পক্ষে এজেন্ট থাকায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ২৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এজেন্ট থাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিথ্যা মামলা, হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব কমিশনারের পরিবার। ২৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে তার নিজ বাসবভনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে তৈয়ুব কমিশনারের বড় ভাই মোহাম্মদ আলী সওদাগর। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আওয়ামীগের যাবতীয় কর্মসূচি পালন করে আসছি। তারও ধারাবাহিকতায় গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে ভোট সেন্টারে আমি ও আমার পরিবারের সদস্যরা নৌকার এজেন্টের দায়িত্ব পালনের কারণে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমার ও আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ, মারধর করেন। পরবর্তীতে তারা মিথ্যা মামলা দিয়ে আমি ও আমার পরিবারকে হয়রানিমূলক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমার পরিবার নিয়ে জীবনযাপন করা দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের অত্যাচারে তিনি নিরুপায় হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলনে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে এবং মিথ্যা মামলা তুলে নেয়ার জন্য স্থানীয় এমপি, চেয়ারম্যানসহ প্রধানমন্ত্রী ও স্বরাস্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মো.ইসমাইল, মো.বাচা মিয়া, মো.মিজান, আবদুল খালেক, মো. ইউনুস, মো. আজম, মো. আজিজ, মো. আরফাত, শামসুল নাহার, কৌহিনুর আক্তার, কমরুন নাহার, পারভিন আক্তার প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ