শিরোনাম
আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(ক.)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিনামূল্যে খতনা ক্যাম্প সাতকানিয়া খাগরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেন এলডিপি নেতা নুরুল ইসলাম
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

টানা ৮ বছর পর দেশে ফিরছেন বেবী নাজনীন।

রিপোটারের নাম / ২৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা বিনোদন ডেস্ক: সোজা ভাষায় গত ১৬ বছরই দেশছাড়া ছিলেন দেশের অন্যতম সুকণ্ঠী বেবী নাজনীন। মাঝে এক দুবার দেশে এলেও সেটি ছিল পরবাসীর মতো! অভিযোগ আছে, গত ১৬ বছর ধরেই তিনি নানাভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন নিজ পেশায়।

অবশেষে টানা ৮ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত এই শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন তারই ছোট ভাই সাংবাদিক এনাম সরকার।

তিনি জানান, ১০ নভেম্বর বেবী নাজনীন দেশে ফিরবেন। এদিন সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।

বলা দরকার, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে বেবী নাজনীনের পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। তবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠানে বেবী নাজনীনের অবস্থান সবসময়ই উজ্জ্বল ছিল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন তার সংগীত ক্যারিয়ারের মাঝেও দলের সব রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

চার দশকের সংগীত ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বেবী নাজনীন। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী তিনি। সংগীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে।

মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ওই রংধনু থেকে, পত্রমিতা, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে..- এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে বাংলা গানের ইতিহাস সমৃদ্ধ করেছেন উত্তরবঙ্গের দোয়েলখ্যাত এই সংগীত তারকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ