শিরোনাম
সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ ৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজয় দিবসের সভায় নিজেদের মধ্যে ঝামেলা, ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত।

রিপোটারের নাম / ২৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

 

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি : বিজয় দিবসে ব্যানার নিয়ে কোন্দলের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করছে আরেক কর্মী। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত জিসান আহমেদ (১৯) কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর শ্রীমাই গ্রামের নুরুল হকের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিজয় দিবস উপলক্ষে পটিয়া কলেজ গেইটে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর আলোচনা সভা ও র‌্যালির আয়োজন ছিল। কর্মসূচিতে অংশ নিতে কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে সকালে কচুয়াই ইউনিয়ন ছাত্রদল কর্মী মিজান ও জিসানের মধ্যে কথা কাটাকটি হয়। এর জেরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিজান তার ১০-১২ জন কর্মীকে নিয়ে জিসানকে ধাওয়া করে। এ সময় দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে যায় জিসান। সেখানে মিজান ও তার সমর্থকরা জিসানকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে দলের লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জিসানকে ছুরিকাঘাতের ঘটনা নিশ্চিত করে কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। জানান, ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশীরা একটি ব্যানার নিয়ে ঘটনা ঘটিয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর এইচটি বাংলা কে বলেন, এক ছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অতিদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ