শিরোনাম
চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি । ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে। নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স থেকে প্রদত্ত সম্মাননা ক্রেস্ট ও উত্তরনিসমূহ সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর । এইবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন : ইসি সানাউল্লাহ এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

 

বিজয় দিবসের সভায় নিজেদের মধ্যে ঝামেলা, ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত।

রিপোটারের নাম / ১১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

 

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি : বিজয় দিবসে ব্যানার নিয়ে কোন্দলের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করছে আরেক কর্মী। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত জিসান আহমেদ (১৯) কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর শ্রীমাই গ্রামের নুরুল হকের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিজয় দিবস উপলক্ষে পটিয়া কলেজ গেইটে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর আলোচনা সভা ও র‌্যালির আয়োজন ছিল। কর্মসূচিতে অংশ নিতে কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে সকালে কচুয়াই ইউনিয়ন ছাত্রদল কর্মী মিজান ও জিসানের মধ্যে কথা কাটাকটি হয়। এর জেরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিজান তার ১০-১২ জন কর্মীকে নিয়ে জিসানকে ধাওয়া করে। এ সময় দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে যায় জিসান। সেখানে মিজান ও তার সমর্থকরা জিসানকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে দলের লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জিসানকে ছুরিকাঘাতের ঘটনা নিশ্চিত করে কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। জানান, ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশীরা একটি ব্যানার নিয়ে ঘটনা ঘটিয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর এইচটি বাংলা কে বলেন, এক ছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অতিদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ