এইচটি আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে যাচ্ছে ভারত। গতকাল বৃহস্পতিবার রাতে মৃত্যু হওয়া ৯২ বছর বয়সী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। খবর এনডিটিভির
সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ৯২ বছর বয়সে মারা যাওয়া সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকার ৭ দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করবে বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এ ছাড়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।
এদিকে মনমোহনের মৃত্যুতে শুক্রবার দেশটিতে সব সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এদিন বেলা ১১টায় বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেওয়া হবে। এ ছাড়া শোকের সময় দেশটিতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও।
এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ আগামী ৭ দিনের সব আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে। এই কয়েকদিন অর্ধনমিত রাখা হবে দলের পতাকাও।
এর আগে বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষনিশ্বাস ত্যাগ করেন ৯২ বছরের অর্থনীতিবিদ মনমোহন সিং। মনমোহনের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীও।
মনমোহন সিংয়ের মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানাতে গিয়ে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন মোদি। তিনি লেখেন, ‘দেশ একজন বড় নেতাকে হারাল। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নিয়মিত কথা হতো। প্রশাসনিক নানা কথাবার্তা হতো।’
উল্লেখ্য, ১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন ভারতের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাকে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন।
২০০৯ সালেও তিনি আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুই দফায় সব মিলিয়ে ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন।