এইচটি বাংলা ডেস্ক : চলতি বছরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকায় কোনো নারী লেখকের নাম না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এটিকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে বলেন, এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া সংস্কারের সময় এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। তালিকায় নারীর অনুপস্থিতিকে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন বলেও অভিহিত করেছেন অনেকে। তাদের সমালোচনায় সুর মিলিয়ে সংস্কৃতি উপদেষ্টাও মনোনয়ন প্রক্রিয়ার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
শুক্রবার সন্ধ্যায় ফারুকী ফেসবুকে লেখেন, বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে মন্ত্রণালয় বা আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। আমাদের সরাসরি ভূমিকা আছে একুশে পদকের ক্ষেত্রে। তারপরও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি এই পুরস্কার নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে সেটা গ্রহণ করছি।