শিরোনাম
আলহাজ্ব গোলাম কিবরিয়া  যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে প্রত্যাবর্তন, কমলগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা ছাতকে উপজেলা নির্বাহী অফিসার’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  মনোহরদী পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আসাদুজ্জামান নূরের নাম ঘোষণা করলো জামায়াতে ইসলামী পাকিস্তানের সেনাপ্রধানকে প্রশংসায় ভাসিয়েছেন ইরানের সেনাপ্রধান দশ মাস পর ওবায়দুল কাদের প্রকাশ্যে এসে বর্তমান সরকারের সমালোচনা করছেন। আজ বিকালে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। রাজশাহীর বানেশ্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন  ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন চট্টগ্রামে বামপন্থীদের হামলায় সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় মাল্টিমিডিয়া সাংবাদিকদের মানববন্ধন। পোরশায় মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস  ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

 

পটিয়ায় ৪০ দিন পূর্বে খেলায় ঝগড়া থেকে গৃহবধূকে খুন, আজ সেই পলাতক আসামি গ্রেপ্তার

রিপোটারের নাম / ১০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি:  চট্টগ্রামের পটিয়ায় আলোচিত গৃহবধূ শিউলি বেগম হত্যার ৪০ দিন পর এ মামলার পলাতক আসামি মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মুন্সি মিয়া পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মোহাম্মদ আব্দুল হকের ছেলে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭। মুন্সি মিয়া এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি মুন্সি মিয়াকে পটিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে গত ১৪ ডিসেম্বর বিকেলে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়িতে নিহত গৃহবধূর ছেলের সাথে প্রতিবেশী বাঁচা মিয়ার ছেলের সাথে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া হয়। এ তুচ্ছ ঘটনার জের ধরে ঘরে ঢুকে শিউলী বেগমকে ছুরিকাঘাত করেন মামলার আসামিরা। তখন শিউলী বেগমকে রক্তাক্ত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মো. মুছা বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর পটিয়া থানায় সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পটিয়া থানা পুলিশের সহযোগিতায় শিউলি হত্যার আসামি মুন্সি মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার বাকী আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ