শিরোনাম
আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সন্ধ্যাকালীন আড্ডা অনুষ্ঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে।
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই সহোদর আটক

রিপোটারের নাম / ৩০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৪ কোটি ২০লাখ টাকা মূল্যের ২ লাখ ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকাও উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃতরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মো: আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)। তারা দু’জনই সহোদর ভাই।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা ব্যবসায়ী (বাবু) বাসা থেকে পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তার বাসা তল্লাশি করে নগদ ১৮ লক্ষ উদ্ধার করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে পুরাতন টয়লেটের ভিতর থেকে ২লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ২লাখ ১০হাজার ইয়াবা এবং নগদ ১৮লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।

এসময় তিনি আরও জানান, ৫ আগষ্টের পর এটাই মাদকের বড় অভিযান। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ