শিরোনাম
পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া পাটগ্রামের দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় মা -ছেলে আটক
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

চন্দনাইশে বাগ এ গণী ভাণ্ডারে বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন 

রিপোটারের নাম / ৫৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বাগ-এ-গণী ভাণ্ডারে শাহছুফী মো. নুরুন্নবী শাহ্ হাফেজনগরী আল মাইজভান্ডারী (রহঃ)’র  বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর মহাসমারোহে হযরত শাহছুফী মো. নুরুন্নবী শাহ্ (রহঃ) ট্রাস্ট এর বিশেষ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সকাল থেকে খতমে কোরআন, মাজারে গোসল, মিলাদ কিয়াম,ওয়াজ মাহফিল ও চেমা জিকির মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রসূল (দ:) শাহছুফি মাও. সৈয়দ শামসুল আরেফীন মাইজভান্ডারী (মা:জি:আ:)। গণী ভান্ডারের আওলাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল হক দস্তগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শাহজাদা শাহছুফি সৈয়দ আসিফ নঈমুদ্দিন আহমেদ মাইজভান্ডারী, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব ছৈয়দ জুনাইদুল আনোয়ার ( মঃ), শাহজাদা ডা. সৈয়দ শফিউল আনোয়ার (ম:), উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মিঠু, যুবলীগ নেতা যথাক্রমে মোরশেদুল আলম, ফোরক আহমদ, বাংলাদেশ আল ওয়াসেল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে মো. তারেক আজিজ, মো. আজগর আলী সুজন,  মো. আব্দুল নবী, মো. আজম উদ্দিন মামুন, মো. রোকন। তকরির পেশ করেন সাতবাড়িয়া শাহ আমানত সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রমিজ আহমদ ছমদি, জাফরাবাদ ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক মাওলানা নূর হোসেন ফারুকী, গণী ভান্ডারের আওলাদ, সাংবাদিক যথাক্রমে ফায়জুল হক দস্তগীর, আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহাদাত হোসেন প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ