শিরোনাম
ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ) নির্বাচন অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৪৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মো: ইয়ামিন, ঢাকা জেলা প্রতিনিধিঃ ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেলে ৫ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে ভোট গ্রহণ চলছে।

কার্যনির্বাহী কমিটি নির্বাচনে আগামী ১ বছরের জন্য বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হোন আবু সালেহ আকন (ভোট সংখ্যা ৮০১) এবং সাধারণ সম্পাদক পদে মইনুল ইসলাম সোহেল ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হোন। এবারের নির্বাচনে মোট ভোট সংখ্যা ছিল এক হাজার ৭৪৪ জন।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- গাযী আনোয়ার (সহ-সভাপতি), নাদিয়া শারমিন (যুগ্ম সম্পাদক),শাখাওয়াত হোসেন সুমন (অর্থ সম্পাদক),আব্দুল হাই তুহিন (সাংগঠনিক সম্পাদক), রফিক রাফি (দপ্তর সম্পাদক),রোজিনা রোজি (নারী বিষয়ক সম্পাদক),মিজান চৌধুরী (প্রচার ও প্রকাশনা সম্পাদক),মো: শরীফুল ইসলাম (তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক),মো: মুজিবুর রহমান (ক্রিড়া সম্পাদক),মো: এমদাদুল হক খান (সাংস্কৃতিক সম্পাদক),মো: ছলিম উল্লাহ মেজবাহ (আপ্যায়ণ সম্পাদক),রফিক মৃধা (কল্যাণ সম্পাদক),মো: জোনায়েদ হোসাইন (কার্যনির্বাহী সদস্য),আফতারুজ্জামান (কার্যনির্বাহী সদস্য),মো: বোরহান উদ্দীন (কার্যনির্বাহী সদস্য),আমিনুল হোক ভূইয়া (কার্যনির্বাহী সদস্য),মো: ফারুক আলম (কার্যনির্বাহী সদস্য),সুমন চৌধুরী (কার্যনির্বাহী সদস্য),মো: সলিম উল্ল্যা (কার্যনির্বাহী সদস্য)।


এই ক্যাটাগরির আরো সংবাদ