শিরোনাম
৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সন্ধ্যাকালীন আড্ডা অনুষ্ঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে।
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

পাটগ্রামে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন

এফ আই রানা / ৪২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে “পাটগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েশন” এর পূর্বঘোষিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

১৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ টায় সভার শুরুতে পুর্বের কমিটির বিলুপ্তির মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।সভায় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের উপস্থিতে কমিটি ঘোষণা করেন আহ্বায়ক ক্ষিরোদ চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন,পাটগ্রাম উপজেলার ৪২ টি কিন্ডারগার্টেনের অধ্যক্ষবৃন্দ।

সভয় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি নির্বাচিত করা হয় মো: বশিরুজ্জামান এবং সেক্রেটারি নির্বাচিত করা হয় মো: মোস্তাফিজুর রহমান রাসেল-কে। আহ্বায়ক ক্ষিরোদ চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, আজ যাঁরা সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হলেন তাঁরা পরবর্তীতে মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। পরে নবনির্বাচিত সভাপতি বশিরুজ্জামান শুভেচ্ছা বক্তব্যে, সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

উল্লেখ্য যে, কমিটি ঘোষণার পুর্বে অধ্যক্ষগণ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন এম.এ ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের অধ্যক্ষ আবু ওয়াহেদ। তিনি বলেন, কিন্ডারগার্টেনগুলোর প্রতি বৈষম্য দূরীকরণ ও ঐক্যবদ্ধ থাকতে এই সংগঠনের কমিটিকে কার্যকর ও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি কমিটির মেয়াদ, গঠনতন্ত্র, বার্ষিক চাঁদা, সংগঠনের কাজ ও দায়িত্ব ইত্যাদি বিষয়ে মতামত দেন। এছাড়াও বক্তব্য রাখেন তাহেরা বিদ্যাপীঠের অধ্যক্ষ আহসান উল হাবিব, পাটগ্রাম আদর্শ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আজিজুল হক, ফাতেমা প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মিলনুর রহমানসহ প্রতিষ্ঠান প্রধানগণ।

কার্যক্রম শেষে নতুন কমিটিকে শুভেচ্ছা বিনিময়, ফটোসেশন ও লাঞ্চ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ