শিরোনাম
পোরশায় বি এম ডি এর ট্রন্সফারমার চুরির দায়ে এক আসামি গ্রেফতার।  নগর ভবনে সভা করলেন ইশরাক পেলেন ক্রেস্ট। ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে। বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঐতিহাসিক গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া দিবস পালিত। কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট Omicron XBB,মোকাবেলায় ব্লাড ফর চিটাগাং ও ধ্রুবতারা’র মাস্ক বিতরণ। জালিয়াতি করে দেনমোহরের টাকা বৃদ্ধি করায় প্রতারক ইউপি সদস্য সহ ৫ জন শ্রীঘরে চলমান সংঘাতের অবসানে ইরান ও ইসরায়েল শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবে : ডোনাল্ড ট্রাম্প আ.লীগের সাবেক এমপির বাড়িতে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। “ত্যাগের আলো”য় শিশুদের মুখে হাসি— সিটি রেড ক্রিসেন্টের ব্যাতিক্রমী ঈদ আয়োজন। পুলিশ  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে  সাউন্ড গ্রেনেড ছোড়ে ও লাঠিচার্জ করে।
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

 

পোরশায় গতরাতে কালবৈশাখী ঝড়ে আমের ব্যাপক ক্ষতি। 

রিপোটারের নাম / ৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা প্রতিনিধি  : গতরাতে নওগাঁ জেলার পোরশা উপজেলায় কালবৈশাখী ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন থেকে পোরশায় সন্তোষজনক ভাবে বৃষ্টি পাত না হওয়ার কারণে কিছু কিছু বাগানে আমের ফলন ভালো হয়নাই। এমন কি আম ঝরতে থাকে। আবার কিছু কিছু বাগানে আমের ফলন ভালো হয়েছিল। দুঃখের বিষয় গতরাতে কালবৈশাখী ঝড়ে আমের এতটা ক্ষতি হয়েছে যা বলার অবকাশ নেই। আমচাষীরা মাথায় হাত দিয়ে বসে বসে টেনশনে দিনপার করছে। বর্তমানে উপজেলার বাগান গুলোতে সেই আগের মতো আর আম নেই। আগামী দিনে সল্পদামে আর আম খাওয়া যাবে না। কারণ গাছে গাছে যে পরিমাণ আম এসেছিলো সেই আম সাধারণত আর নেই। আমের যে ক্ষতি তার দৃশ্য ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ ছবি হাজারো কথা বলে। উল্লেখ্য সৃষ্টি কর্তার বিষয়। তবে সরকারের পক্ষ থেকে কিছু কিছু আম চাষি ভাইদের সহায়তা করা অতিবো জরুরী বলে মনে করছেন সচেতন মহল।


এই ক্যাটাগরির আরো সংবাদ