শিরোনাম
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া পাটগ্রামের দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় মা -ছেলে আটক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি‌হত বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচির উদ্বোধন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত 
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে তালায় সংগীত গুরু ইয়াছিনের পুত্র রাজু হাসানের আত্নহত্যা!

রিপোটারের নাম / ২১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি : “যাকে বাবার জায়গায় স্থান দিয়েছিলাম, যাকে মায়ের জায়গায় স্থাান দিয়েছিলাম, যাকে নিজ ভাইয়ের জায়গায় স্থান দিয়েছিলাম, আর সব জায়গা মিলে আমার প্রিয়তমা স্ত্রী কে জায়গা দিয়েছিলাম, তারাই আজ আমার মৃত্যুর কারন। কি অপরাধ ছিলো আমার আমি গরীব ও অসুস্থ বলে। আমি এতিম সন্তান বলে গেলাম তোমাদেরও এমন এক সময় আসবে ভিক্ষা করে খেতে হবে। কেউ অবহেলিত হলে ছুড়ে ফেলে দাও। শাশুড়ি মা ! লোক দেখানো নামাজ পড়ে কি লাভ। ইসলাম সম্পর্কে তুমি কিছুই জানো না। একটা সংসার ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গার সমান। ভালো হয়ে যাও সবাই। ”

 

 

৩ দিন আগে ফেসবুকে এমনি ষ্টাটাস দেয়ার পর ১৩ আগষ্ট বুধবার সকালে তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে নিজ বসতবাড়ী থেকে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবকের লাশ। তালাবাসির অত্যন্ত স্নেহভাজন, নম্র, ভদ্র ওই যৃবকের নাম রাজু হাসান (৪২) তার পিতা তালা শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা ও তালা বিআরডিবি অফিসের পরিদর্শক, সংগীত জগতের উজ্বল নক্ষত্র মৃত: ইয়াছিন হোসেন। এলাকাবাসির ধারনা, ফেসবুকে ৩ দিন আগে ষ্টাটাস দেয়্রা পর পরই নির্জন ওই বাড়ীতে সে আত্নহননের পথ বেছে নেয়। বাড়ীতে কেউ না থাকায় গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের দরজা ভেঙে এলাকাবাসি ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। তালা থানার ওসি মাইন উদ্দীন জানান, এ সংক্রান্তে তালা থানায় অপমৃত্যু মামলা রেকর্ড পূর্বক মৃত্যুর কারন অনুসন্ধানে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ