শিরোনাম
পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি । ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে। নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স থেকে প্রদত্ত সম্মাননা ক্রেস্ট ও উত্তরনিসমূহ সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর । এইবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন : ইসি সানাউল্লাহ এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ও বাণিজ্য বিষয়ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা কমলগঞ্জে অপহৃত কিশোরী সিলেট থেকে উদ্ধার, অভিযুক্ত যুবক সেনা পরিচয়ে মুক্তিপণ দাবি  চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা: সিটি রেড ক্রিসেন্টের সচেতনতামূলক মাইকিং। প্রধান উপদেষ্টাকে ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত দরজি।
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

 

বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে : ড. অনুপম সেন

রিপোটারের নাম / ৩৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক :আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। এদেশের জন্য তার কি অবদান ছিল তা তাদের জানাতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। এ দেশ আমার আপনার সবার। তাই দেশের উন্নয়নে সকলকেই কাজ করতে হবে।

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রচনা লিখন এবং চিত্রাংকনে অংশ নেওয়া সদস্যগণের সন্তানদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১৩ আগস্ট ২০২৩ রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সিইউজে সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল, বক্তব্য রাখেন সাবেক সভাপতি এনামুল হক।

এসময় টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এমরাউল কায়েস মিঠু, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ পারভেজ রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, টিসিজেএ সদস্য নাছিরুল আলম, মোহাম্মদ আলী আকবর, অমিত দাশ, রবিউল হোসেন টিপু, মোহাম্মদ আলমগীর, শীতল মল্লিক উত্তম, এস এম আজিজুল কদির, সৈয়দ আসাদুজ্জামান লিমন, মোঃ শাহরিয়ার নাজিম, নাজিম উদ্দিন, জেরম গোমেজ রনি, মোহাম্মদ মনসুর, মোঃ নাজিম উদ্দীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ