শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

সৌদি আরবে এনটিভি দর্শক ফোরামের নতুন কমিটির অভিষেক

রিপোটারের নাম / ৫২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

সৌদি আরবের রিয়াদে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন এবং এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিতদের অভিষেক হয়েছে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনন্দ আয়োজনে ছিল এনটিভির প্রবাস বিনোদন পর্ব-১৬। গতকাল শনিবারের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা বাংলাদেশি মেডিনোভা মেডিকেল সেন্টার, বন্ধন অভারসিস লি. এবং রিয়াদের আনোয়ার কোম্পানি৷

এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের শুরুতে ৫২’র ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিচিতি পর্ব শুরু হয়। এরপর চলে আলোচনা।

আলোচনা পর্বে সৌদি আরব এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আলী আহছান কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাথা মেডিনোভা মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এইচ এম কেফায়েত খান।

অনুষ্ঠান উদ্‌বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. মহসীন, স্বাগত বক্তব্য  রাখেন এনটিভি ফোরামের সাধারণ সম্পাদক শেখ মো. বাদল। এতে প্রধান বক্তা ছিলেন এনটিভি ফোরাম সভাপতি প্রকৌশলী মজনুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—এনটিভি ফোরামের সিনিয়র সহসভাপতি রাকিবুল ইসলাম, সহসভাপতি ওয়াজেদ হোসেন ও নাসির উদ্দিন খান, শেখ মো. আনোয়ার হোসেন, বন্ধন ওভারসিজের পরিচালক মাসুদ রানা, এনটিভি ফোরাম সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মোখলেছ বিন মাহফুজ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ প্রবাসী সাংবাদিক  ফোরামের (বাপ্রসাফ) পক্ষ থেকে বক্তব্য দেন—সাধারণ সম্পাদক ফকির আল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, প্রচার সমাদক এস এম সোহাগ প্রমুখ।

এনটিভি সাংস্কৃতিক ফোরামের মুখপাত্র জামশেদ রানার নির্মাণে এনটিভি সাংস্কৃতিক ফোরাম ও কলতান সংগীত একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এতে নাচ, গান, কবিতা পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন—ক্বারি আবদুল হাকিম, মাওলানা ফারুক আহমেদ, কলতান সংগীত একাডেমির পরিচালক মমতাজুল আলম তাজ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ