শিরোনাম
পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি । ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে। নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স থেকে প্রদত্ত সম্মাননা ক্রেস্ট ও উত্তরনিসমূহ সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর । এইবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন : ইসি সানাউল্লাহ এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ও বাণিজ্য বিষয়ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা কমলগঞ্জে অপহৃত কিশোরী সিলেট থেকে উদ্ধার, অভিযুক্ত যুবক সেনা পরিচয়ে মুক্তিপণ দাবি  চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা: সিটি রেড ক্রিসেন্টের সচেতনতামূলক মাইকিং। প্রধান উপদেষ্টাকে ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত দরজি।
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

 

সৌদি আরবে এনটিভি দর্শক ফোরামের নতুন কমিটির অভিষেক

রিপোটারের নাম / ৭৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

সৌদি আরবের রিয়াদে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন এবং এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিতদের অভিষেক হয়েছে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনন্দ আয়োজনে ছিল এনটিভির প্রবাস বিনোদন পর্ব-১৬। গতকাল শনিবারের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা বাংলাদেশি মেডিনোভা মেডিকেল সেন্টার, বন্ধন অভারসিস লি. এবং রিয়াদের আনোয়ার কোম্পানি৷

এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের শুরুতে ৫২’র ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিচিতি পর্ব শুরু হয়। এরপর চলে আলোচনা।

আলোচনা পর্বে সৌদি আরব এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আলী আহছান কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাথা মেডিনোভা মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এইচ এম কেফায়েত খান।

অনুষ্ঠান উদ্‌বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. মহসীন, স্বাগত বক্তব্য  রাখেন এনটিভি ফোরামের সাধারণ সম্পাদক শেখ মো. বাদল। এতে প্রধান বক্তা ছিলেন এনটিভি ফোরাম সভাপতি প্রকৌশলী মজনুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—এনটিভি ফোরামের সিনিয়র সহসভাপতি রাকিবুল ইসলাম, সহসভাপতি ওয়াজেদ হোসেন ও নাসির উদ্দিন খান, শেখ মো. আনোয়ার হোসেন, বন্ধন ওভারসিজের পরিচালক মাসুদ রানা, এনটিভি ফোরাম সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মোখলেছ বিন মাহফুজ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ প্রবাসী সাংবাদিক  ফোরামের (বাপ্রসাফ) পক্ষ থেকে বক্তব্য দেন—সাধারণ সম্পাদক ফকির আল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, প্রচার সমাদক এস এম সোহাগ প্রমুখ।

এনটিভি সাংস্কৃতিক ফোরামের মুখপাত্র জামশেদ রানার নির্মাণে এনটিভি সাংস্কৃতিক ফোরাম ও কলতান সংগীত একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এতে নাচ, গান, কবিতা পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন—ক্বারি আবদুল হাকিম, মাওলানা ফারুক আহমেদ, কলতান সংগীত একাডেমির পরিচালক মমতাজুল আলম তাজ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ