শিরোনাম
প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া পাটগ্রামের দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় মা -ছেলে আটক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি‌হত বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচির উদ্বোধন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত  আগামী নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে, চাঁদাবাজ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মাওলানা জাহাঙ্গীর আলম নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়েছে : বিএনপি 

রিপোটারের নাম / ৪৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক : গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে শেখ হাসিনার সমর্থকরা পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

 

বুধবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় এই অভিযোগ তোলেন নেতারা। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।

 

বৈঠকে বিএনপি নেতারা গোপালগঞ্জে সংঘটিত হামলা ও সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন। তারা বলেন, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করতে হবে, না হলে গণতন্ত্রবিরোধী শক্তির সুযোগ তৈরি হবে।

 

বিএনপি আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে গণতন্ত্র ও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার পরিকল্পনা চলছে। মাদক, হত্যা, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা দ্রুত স্বাভাবিক করার জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

 

সভায় আরও বলা হয়, সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে দোষারোপ করে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচারবিরোধী বক্তব্য এবং অবমাননাকর স্লোগান জাতিকে স্তম্ভিত করেছে। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে যে অশ্লীল বক্তব্য ও স্লোগান দেওয়া হয়েছে তা গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

 

বিএনপি জানায়, এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক পরিবেশ নষ্ট করবে এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করবে। সব রাজনৈতিক দলকে পারস্পরিক মর্যাদা ও সৌহার্দ্য বজায় রেখে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

 

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

 

এদিকে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলাকে বিএনপি নিন্দনীয় বলে মন্তব্য করেছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ