এইচটি বাংলা ডেস্ক : গাজা ও রাফায় ইসরাইলি হামলা-গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার সমাবেশ ও র্যালি করবে বিএনপি।
বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় এই র্যালি শুরু হবে। র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে এতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিন ঢাকাসহ দেশের সব মহানগরে দলটির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করার কথা রয়েছে। সূত্র : বিবিসি