শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন

গাজীপুর শ্রীপুরে ৭ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম / ৩২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

মোঃ আবু সালেহ , গাজীপুর প্রতিনিধি :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ৭ দফা দাবিতে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে আয়োজক সংগঠনসমূহ। সমাবেশটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই সমাবেশে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এ মিছিল থেকে। এ সমাবেশকে ঘিরে সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আছর গাজীপুরের শ্রীপুর পৌরসভায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য মিছিল। মিছিলটি শ্রীপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে রেলস্টেশন ঘুরে উপজেলা গেইটে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করে শ্রীপুর পৌর জামায়াতসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ। এতে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর জামায়াতের আমীর ডা. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বক্তারা জানান, আসন্ন সমাবেশে নির্বাচন ঘিরে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, সহিংসতা প্রতিরোধ, প্রশাসনের নিরপেক্ষতা রক্ষা এবং নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার দাবি জোরালোভাবে উপস্থাপন করা হবে।

আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাবেশটি হবে শান্তিপূর্ণ, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ গণদাবির প্রতিফলন, যা জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার ও সুশাসনের দাবিকে নতুন মাত্রা দেবে। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় শ্লোগান,“চলো চলো ঢাকা চলো, সমাবেশ সফল করো।


এই ক্যাটাগরির আরো সংবাদ