বাবলু তন্তবায় দীপু , চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ : গিলানী ফুটবল একাদশ আয়োজিত আন্তঃ চা বাগান খাসি কাপ মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০ শে জুলাই ( রোববার) বিকাল ৫ ঘটিকার সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানী চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন ট্রফি ( খাসি কাপ) বিজয়ী দলকে উপহার দেই অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। তিনি উক্ত টুর্নামেন্ট খেলা সুন্দর ও সফল করার জন্য আশ্বাস দেন। উক্ত খেলায় ৬ জন খেলোয়াড় নিয়ে একটি দল গঠিত হয়। অত্র খেলাই যে দুটি দল অংশগ্রহন করেন দেউন্দি ফুটবল একাদশ বনাম লস্করপুর ফুটবল একাদশ। এই দুটি দল খুব সুন্দর খেলা উপহার দিয়েছে। খেলাটি ৫ ঘটিকা থেকে শুরু করে এক ঘন্টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রথম থেকে শুরু করে খুব দুর্দান্তভাবে খেলা হয়। খেলার কোনো ফলাফল না পাওয়ায় ২০ মিনিট পর বিরতি হয়। বিরতির পর লস্করপুর ফুটবল একাদশ ১০ নং জার্সি সমিরন কালিন্দী দেউন্দি ফুটবল একাদশের বিপক্ষে গোল করে । পরে খুব দুর্দান্ত খেলা চলাকালীন কিছুক্ষণ পর দেউন্দি ফুটবল একাদশ ৩ নং জার্সি বিনয় সাঁওতাল লস্করপুর ফুটবল একাদশের বিপক্ষে গোল করে। খুব সুন্দর একটি দুর্দান্ত খেলা হয়, পড়ে আবারও দেউন্দি ফুটবল একাদশ ১৭ নং জার্সি রাহুল মাল লস্করপুর ফুটবল একাদশের বিপক্ষে গোল করেন। অবশেষে দেউন্দি ফুটবল একাদশ ০২-০১ গোলে লস্করপুর ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
এতে খেলা চেষ হওয়ার পরে দেউন্দি ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ( কাসি কাপ) লস্করপুর ফুটবল একাদশকে রানার্সআপ ট্রফি তুলে দেই প্রধান অতিথি জসিম উদ্দিন। এবং কমিটি সহ বিভিন্ন ব্যাক্তিবর্গদের কে সম্মাননা স্মারক প্রদান করেন। উক্ত খেলাটি পরিচালনা করেন, অমৃত তাঁতী এবং সহপরিচালনা করেন মনোরঞ্জন সাঁওতাল ও শানী চৌহান। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি গিলানী চা বাগানের পঞ্চায়েত সভাপতি অমল ভৌমিক, প্রাক্তন সভাপতি সজল চৌহান, অত্র ইউনিয়নের মেম্বার স্বরুপ বুনার্জী , সাংবাদিক বাবলু তন্তবায় দীপু, ময়মুরুব্বি, চা শ্রমিক যুবক যুবতি সহ আরো অনেকেই। এবং কমিটি হিসেবে ছিলেন স্বপন মুন্ডা, জয়দেব তাঁতী, রঞ্জন রিকমন, আসিক তাঁতী, শানী চৌহান, রাজু মুড়া, উদয় চৌহান সহ আরো অনেকেই। উক্ত খেলাটি উৎসাহ উদ্দীপনায় জাগিয়ে তুলেন গিলানী চা বাগান সহ বিভিন্ন চা বাগানের দর্শকরা।